"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Content Management System (CMS) in Bengali

Content Management System (CMS) কাকে বলে?

Definition (1):

Content Management System (CMS) বা কন্টেন্ট ব্যবস্থাপনা ব্যবস্থা হলো একটি সফ্টওয়্যার এ্যাপ্লিকেশন বা সম্পর্কযুক্ত প্রোগ্রামসমূহের একটি সেট যা ডিজিটাল কন্টেন্ট তৈরী এবং ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। সিএমএস-সমূহ সাধারণতঃ এন্টারপ্রাইজ কন্টেন্ট ম্যানেজমেন্ট (ইসিএম) এবং ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট (ডাব্লিউসিএম)-এর জন্য ব্যবহৃত হয়।

Definition (2):

একটি সফ্টওয়্যার এ্যাপ্লিকেশন যা ডিজিটাল কন্টেন্ট তৈরী এবং পরিবর্তন ব্যবস্থাপনায় ব্যবহৃত হতে পারে তাকে কন্টেন্ট ব্যবস্থাপনা ব্যবস্থা বলা হয়।

Definition in English:

”A content management system (CMS) is a software application or set of related programs that are used to create and manage digital content.”

Use of the term in Sentences:

  • There are some flaws in your content management system (CMS).
  • Please modify the content management system (CMS) to get a better result.
Share it: