"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Air Pollution in Bengali

Air Pollution কাকে বলে?

Definition (1):

বাতাসে বিষাক্ত রাসায়নিক দ্রব্য বা যৌগের উপস্থিতি যদি এমন পরিমাণে থাকে যে তা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তবে তাকে Air Pollution বা বায়ু দূষণ বলা হয়। আরও বিস্তারিতভাবে বললে, বায়ু দূষণ বলতে বাতাসে রাসায়নিক পদার্থ এবং যৌগের উপস্থিতি বোঝায় যা সাধারণতঃ উপস্থিত থাকেনা এবং যা বাতাসের মান হ্রাস করে বা জীবনের মানে ক্ষতিকর পরিবর্তন নিয়ে আসে।

Definition in English:

“Air pollution can be defined as the presence of toxic chemicals or compounds (including those of biological origin) in the air, at levels that pose a health risk.”

Use of the term in Sentences:

  • Air pollution has become one of the most alarming problems nowadays.
  • We should take the necessary steps to prevent air pollution for our own sake.
Share it: