"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Accounts in Bengali

Accounts কাকে বলে?

Definition (1):

হিসাবরক্ষণে, Accounts বা হিসাবসমূহ হলো সাধারণ লেজারে লিখিত বিবরণসমূহ যা ব্যবসায়িক লেনদেনসমূহ শ্রেণীবিন্যাস এবং সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। যেমন: কোম্পানির একটি নগদ হিসাব থাকবে যেখানে প্রতিটি ব্যবসায়িক লেনদেন যা কোম্পানিটির নগদের বৃদ্ধি বা হ্রাস করে তা লিপিবদ্ধ থাকবে।

Definition (2):

হিসাবসমূহ কোনও হিসাবরক্ষণ ব্যবস্থায় এমন লিখিত বিবরণসমূহকে বোঝায় যা নির্দিষ্ট সম্পত্তি, দায়বদ্ধতা, ইক্যুইটি, আয় বা ব্যয়ের আর্থিক ক্রিয়াকলাপসমূহের হিসাব রাখে।

Definition in English:

”An account is a record in an accounting system that tracks the financial activities of a specific asset, liability, equity, revenue, or expense.”

Use of the term in Sentences:

  • The company has appointed an accountant to track all its accounts.
  • I am checking the cash accounts of the company now.
Share it: