"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Absolute Advantage in Bengali

Definition (1):

Absolute Advantage বা পরম সুবিধা বলতে বোঝায় যখন একটি দেশ একটি পণ্য অন্য যে কোনো দেশ অপেক্ষা আরও দক্ষতার সাথে উৎপাদন করতে পারে।

Definition (2):

একটি দেশ, ব্যক্তি, প্রতিষ্ঠান বা অঞ্চলের একটি পণ্য বা সেবা প্রতি এককে অন্য সত্তা সেই একই পণ্য যে খরচে তৈরী করে তা অপেক্ষা কম খরচে তৈরী করতে পারার ক্ষমতাকে এ্যাবসোলিউট এ্যাডভান্টেজ বলে।

Definition (3):

অর্থনীতিতে, এ্যাবসোলিউট এ্যাডভান্টেজের নীতি হলো একটি গোষ্ঠীর (একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান বা দেশ) একটি দ্রব্য বা পণ্য বা সেবা একই পরিমাণ সম্পদ ব্যবহার করে তার প্রতিযোগীর তুলনায় বেশী পরিমাণে উৎপাদন করতে পারার ক্ষমতা।

Definition in English:

“When a country can produce a product more efficiently than any other nation.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • The country is trying to achieve an absolute advantage in producing rice over its competitor.
  • The company has attained an absolute advantage in producing clothes over its competitor.

 

Share it: