"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of VAT in Bengali

VAT কাকে বলে?

Definition (1):

VAT হলো Value-Added Tax-এর সংক্ষিপ্ত র‌ূপ। VAT বা মূল্য সংযোজন কর হলো একটি ব্যয় কর যা একটি পণ্যের ওপর অর্পিত হয় যখনই উৎপাদন থেকে বিক্রয় কেন্দ্র পর্যন্ত সরবরাহ শৃঙ্খলের প্রতিটি পর্যায়ে মূল্য সংযোজিত হয়।

Definition (2):

মূল্য সংযোজন কর বলতে গৃহস্থালীর ব্যবহার্য পণ্য এবং সেবাসমূহের ওপর পরোক্ষ করকে বোঝায়, সেগুলো ছাড়া যেগুলো শূণ্য হারের (যেমন: খাদ্য এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী) বা অন্যভাবে অব্যহতি প্রাপ্ত (যেমন: রপ্তানীসমূহ) ।

Definition in English:

“A value-added tax (VAT) is a consumption tax placed on a product whenever value is added at each stage of the supply chain, from production to the point of sale.”

Use of the term in Sentences:

  • It is our duty to pay the VAT as citizens of a country.
  • Is the price which the salesman is saying, including or excluding VAT?
Share it: