সাধারণত বসন্ত বা গ্রীষ্মকালে রাতের তুলনায় দিন বড় হয়। সেসময় দিনের আলোর ব্যবহার বৃদ্ধি করতে স্থানীয় সময়কে একঘণ্টা এগিয়ে নিয়ে যাওয়া হয়, আবার ঋতুতে যখন দিন ছোট হয়ে যায় তখন আবার স্থানীয় সময় অনুযায়ী পূর্বের সময়ে ফেরত যায়। দিনের আলোর ব্যবহার বাড়াতে এই কাজটি পৃথিবীর নানা দেশেই করা হয়ে থাকে। বিশেষত উত্তরগোলার্ধের দেশগুলোতে এর প্রচলন এবং ব্যবহার উল্লেখযোগ্য।
দিনের আলোর স্থায়িত্ব বছরের অন্যান্য ঋতু বা সময়ের চেয়ে বড় হলে, সূর্যালোকের বা দিনের আলোর ব্যবহার বাড়াতে স্থানীয় সময়ের থেকে ঘড়ির কাটাকে একঘণ্টা এগিয়ে নিয়ে দিবালোকের ব্যবহার একঘণ্টা বাড়িয়ে নেয়ার পদ্ধতিকে Daylight savings বলা হয়।
অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, “the period during which the clocks are put forward one hour, in order to get more light for an extra hour in the evening.”
যেমনঃ Daylight saving time অনুযায়ী সাধারণ সময় এর ভোর ৫ টা হয়ে যাবে সকাল ৬ টা, আবার সন্ধ্যা ৭ টা হবে ৮ টা। এভাবে দিনে এক ঘণ্টা করে বেশি সময়ধরে সূর্যের আলোর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়।