"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Cyberbullying

অক্সফোর্ড ডিকশনারি মতে, বিশেষণপদ Cyber বলতে কম্পিউটার, তথ্য প্রযুক্তি ও ভার্চ্যুয়াল বাস্তবতার সংস্কৃতির গুণাবলির সাথে সম্পৃক্ততা বুঝায় এবং ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী ক্রিয়াপদ Bully হল কাউকে আশাত করা বা ভয় দেখান, অধিকাংশ ক্ষেত্রে একটা লম্বা সময় ধরে ও তাকে এমন কিছু করতে বাধ্য করা যা সে করতে অনিচ্ছুক। এই দুটি শব্দ মিলে গঠিত হয়েছে "Cyberbullying" শব্দটি। এটি Online bullying হিসাবেও পরিচিত।

Cyberbullying কাকে বলে?

Cyberbullying বলতে বিভিন্ন ইলেক্ট্রনিক যোগাযোগ মাধ্যম যেমন সোশ্যাল মিডিয়া, ইমেল, মোবাইল এসএমএস এ বিশেষত অপ্রীতিকর বার্তা প্রেরণ করে কাউকে হয়রানি কিংবা ভয় প্রদর্শন করাকে বোঝানো হয়। 

Definition 2:

অক্সফোর্ড ডিকশনারি মতে, বিশেষ্যপদ Cyberbullying হল কোন ডিজিটাল যোগাযোগ মাধ্যমের সাহায্যে কাউকে উত্ত্যক্ত করা যেটা কিনা স্বভাবতই হুমকি বা ভয় দেখানোর মত বার্তা প্রেরণের দ্বারা হয়ে থাকে।

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারির মতে - "the activity of using the internet to harm or frighten another person, especially by sending them unpleasant messages."

এ ধরণের কার্যক্রমের মধ্যে ডিজিটাল মধ্যমে কারো বিরুদ্ধে গুজব রটানো, হুমকি দেওয়া, যৌন মন্তব্য করা, একান্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করা কিংবা ঘৃণামূলক মন্তব্য করা ইত্যাদি বিষয় গুলো অন্তৰ্ভুক্ত। 

Use it in a Sentence

  • Cyberbullying leaves a negative mark on both the perpetrator and the perpetrated. (সাইবারবুলিং অপরাধী ও যে এই আচরণের শিকার হয় দুজনের উপরই বিরূপ প্রভাব ফেলে।)
  • Cyberbullying is a punishable offence. (সাইবারবুলিং একটি শাস্তিযোগ্য অপরাধ।)

 

Share it: