"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Circuit Breaker

Definition 1:

প্রকৌশল বিজ্ঞানে (engineering), সার্কিট ব্রেকার এমন একটি যন্ত্রাংশ যা কিনা বিদ্যুতের অতিরিক্ত প্রবাহ বা বিপদজনক পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে বৈদ্যুতিক অন্যান্য যন্ত্রকে নিরাপদ রাখতে পারে।

Definition 2:

পুঁজিবাজারের ক্ষেত্রে, শেয়ারের মূল্য একটি নির্দিষ্ট মাত্রার নিচে নেমে গেলে বা উঠে গেলে অর্থাৎ মূল্য অতি দ্রুত কমে বা বেড়ে গেলে শেয়ার মার্কেটের ধ্বস ঠেকাতে দ্রুত লেনদেন বন্ধ করে দেবার বিশেষ এক ব্যবস্থাকে সার্কিট ব্রেকার বলা হয়।    

Definition 3:

বিঘ্ন বোঝাতে, বিশেষত কোনো রোগ সংক্রমণ ঠেকাতে নির্দিষ্ট সময়ের জন্য ঘর থেকে বের হওয়া, মুক্তভাবে চলাফেরা করা বা ভ্রমণ করার উপর নিষেধাজ্ঞা জারি করা।

 

English definition:

ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী, “A piece of equipment that stops the flow of an electric current, used to prevent damage to the wires and equipment that are connected to it.” (Electrical)

“A rule that temporarily stops trade on a stock market or closes it when prices go down to a particular level too quickly.” (Stock market)

In a sentence:

  • There was a loss of power after a strong gust of wind tripped a circuit breaker.
  • The New York Stock Exchange instituted circuit breakers to reduce volatility and promote investor confidence.
  • The four-week circuit breaker will come into force tomorrow with the closure of pubs, bars, restaurants, and non-essential shops.

 

Share it: