"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Absentee vote

সাধারণত ভোট গ্রহনের দিন কেন্দ্রে উপস্থিত থেকে নিজ নিজ ভোট প্রদান করতে হয়। তবে ভোট গ্রহনের নির্ধারিত দিনে কোন ভোটার উপস্থিত থাকতে না পারার সম্ভবনা তৈরি হলে কিংবা কেন্দ্রে স্বশরীরে উপস্থিত হবার স্বক্ষমতা না থাকলে সেই ব্যক্তি তার ভোটটি অগ্রিম প্রদান করতে পারে। 

ভোট প্রদান করা একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, এবং প্রতিটি ভোটই সমান গুরুত্বপূর্ণ হবার কারণে এই সুযোগটি বলবৎ রয়েছে। Absentee ballot বা voting এর মাধ্যমে নির্বাচনের ভোটগ্রহনে অংশগ্রহণকারীর অনুপাত যথাসম্ভব ভালো রাখা সম্ভব হয়।   

Definition:

ভোট গ্রহনের নির্ধারিত দিনে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট দিতে না পারার সম্ভবনা তৈরি হলে, অগ্রিমভাবে সেই ভোট প্রদান করাকে absentee vote বলা হয়।  

English Definition:

কলিন্স ডিকশনারি মতে, “a vote submitted in advance by a voter who will be unable to go to the polling place on polling day.”

 

বাংলাদেশে এই ব্যবস্থা বিদ্যমান না থাকলেও, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ উন্নত বিশ্বের অনেক দেশেই ভোটগ্রহনের এই প্রথা প্রচলিত আছে। এক্ষেত্রে ভোটার অগ্রিম ভোট প্রদানের জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে বা মেইল, ফ্যাক্স, কিংবা ডাকযোগে ভোট প্রদানের সুযোগ পেয়ে থাকেন।

পরিস্থিতি ভেদে প্রয়োজনে একজনের হয়ে অন্য আরেকজন মনোনীত নাগরিক প্রক্সি হিসেবে সেই ব্যক্তির ভোটটি দিতে পারে। এক্ষেত্রে অবশ্যই লিগ্যাল ডকুমেন্ট এর প্রয়োজন হয়। 

 

In a sentence: 

  • Increased absentee votes also tend to increase election-night suspense.
  • Absentee votes led many to think that Hillary Clinton was favored to win the 2016 presidential election.

 

Share it: