"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Thought Leader

কর্পোরেট জগতে Industry expert কতৃক বিষয়ভিত্তিক আলোচনা এবং নিজ অভিজ্ঞতা ও জ্ঞ্যান অন্যদের সামনে আলোচনার মাধ্যমে উপস্থাপন করার অনুষ্ঠান হামেশাই ঘটছে। অনুষ্ঠানে বক্তব্য রাখা এই অভিজ্ঞ বক্তা হলেন Thought Leader.

Thought Leader শুধু ব্যাক্তি বিশেষ এর ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, ব্যাবসায় প্রতিষ্ঠানও এই বিশেষণে বিশেষিত হতে পারে। তাদের অসাধারণ সাফল্য অন্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হতে পারে।

Thought leader কাকে বলে?

Thought leader হলেন এমন একজন ব্যাক্তি যিনি তার অভিজ্ঞতার আলোকে তার ব্যাবসায়িক সফলতার গল্প অন্যদের কাছে উপস্থাপন করেন এবং সাধারণ মানুষদের অনুপ্রাণিত ও উৎসাহিত করেন নিজ কর্মের উদাহরণ দেখিয়ে।

সংজ্ঞা ২

Thought leader হলেন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান, যে কিনা একটি নির্দিষ্ট বিষয়ে বা শিল্প ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত। নির্দিষ্ট শিল্প ক্ষেত্রে তাদের মতামত অন্যদের প্রেরণা দেয়।


English definition

dictionary cambridge.org এর মতে, "It is an expert on a particular subject whose ideas and opinions influence other people, especially in business."


অনুপ্রেরণামূলক ব্যক্তির উদাহরণ :

  • Dave Ramsey
  • Jon Gordon

অনুপ্রেরণামূলক প্রতিষ্ঠানের উদাহরণ

  • Grow by Acorns and CNBC
  • American Express Business Class Blog
  • REI’s Blog
  • Deloitte’s Research Page
  • Technologist by GE
  • Johnson & Johnson’s Website
  • Marie Forleo’s MarieTV
  • IBM
  • Rock Content’s International SEO Case Study


বাস্তব জীবনে তাদের ভূমিকা

একজন দক্ষ এবং যোগ্য ব্যক্তি হিসেবে তারা তাদের জ্ঞান,অভিজ্ঞতার কথা প্রতিষ্ঠান কিংবা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারেন। এই মাধ্যমে খুব সহজে বিজ্ঞ ব্যক্তিদের থেকে জানার মাধ্যমে যেকোনো ব্যক্তি নিজেদের দক্ষতা উন্নয়ন করার পরিপূর্ণ সুযোগ পায়।

একজন ব্যক্তির যে সকল গুণাবলী তাকে অন্যদের থেকে আলাদা করে তুলে সেই সকল গুণাবলী খুব সহজে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে এবং অনুপ্রেরণা দিতে পারার ক্ষমতা।

এই পদ্ধতির মাধ্যম যোগ্য ব্যক্তির পরিচিত এবং ব্র্যান্ডিং সমানতালে বৃদ্ধি পায়। উপযুক্ত ক্ষেত্রে নিজের যোগ্যতার যথাযথ উপস্থাপন করা সম্ভব হয়। পর্যাপ্ত নির্দেশনা প্রদান করেন এবং কোন ধরণের প্রাপ্তি কিংবা অর্জনকে স্বাগত জানানো হয়।

The Term in a sentences

  • Thought Leaders will play a vital role to improve the corporate sector.
  • According to the thought leader process, anyone can improve his or her skills.

 

Share it: