"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Quantum physics

পদার্থ বিজ্ঞানের যে শাখায় পদার্থ (matter) এবং শক্তির (energy) সবচেয়ে মৌলিক স্তরের অধ্যয়ন করা হয়, সেটি হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। পদার্থের এই বিশেষায়িত শাখার কেন্দ্রীয় তত্ত্বটি হল, শক্তি ‘কোয়ান্টা’ নামক একধরনের অবিভাজ্য প্যাকেটের মাধ্যমে স্থানান্তরিত হয়।

পদার্থবিজ্ঞানের অন্যান্য মাইক্রোস্কোপিক বিষয়াদির (অণু,পরমাণু, ইলেক্ট্রন ইত্যাদি) মতো কোয়ান্টা একইভাবে আচরণ করে না। কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী- কণা (particles) তরঙ্গের (wave) মতো আচরণ করে আবার তরঙ্গ, কণার মতো আচরণ করে।

 

Definition:

পদার্থবিজ্ঞানের যে বিশেষায়িত শাখায় কোয়ান্টাম তত্ত্বানুসারে, পারমাণবিক এবং অতিপারমাণবিক (subatomic)পর্যায়ে পদার্থ কণা’র (particles) আচরণ ও বৈশিষ্ট্য নিয়ে অধ্যয়ণ করা হয়।

 

English Definition:

অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, “the branch of science that investigates the principles of quantum theory to understand the behavior of particles at the atomic and subatomic level.”

 

পারমাণবিক এবং অতিপারমাণবিক পর্যায়ে পদার্থ বা কণার বৈশিষ্ট্য এবং আচরণ ব্যাখ্যা করে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম ফিজিক্স এর মূলভিত্তি।

কোয়ান্টাম ফিজিক্সের পাশাপাশি কোয়ান্টাম কেমেস্ট্রি, কোয়ান্টাম ফিল্ড থিওরি, কোয়ান্টাম টেকনোলজি এবং কোয়ান্টাম ইনফরমেশন সাইন্সের মূলভিত্তি হিসেবেও কাজ করে কোয়ান্টাম মেকানিক্স।

 

In a sentence:

  • Quantum physics has proven that at the subatomic level all matter exists in a waveform.
  • According to quantum physics, is that it's impossible to predict the certain outcome of a single experiment on a quantum system.

 

Share it: