"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Warehousing in Bengali

Warehousing কাকে বলে?

Definition (1):

মালামালের বাস্তব বন্টনের সাথে জড়িত গ্রহণ, সংরক্ষণ এবং চালান সংক্রান্ত কার্যাবলীকে Warehousing বা গুদামজাতকরণ বলা হয়।

Definition (2):

গুদামে দ্রব্যসমূহ সংরক্ষণের কার্যাবলী বা প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে।

Definition (3):

গুদামজাতকরণ হলো সেই দ্রব্যসমূহ সংরক্ষণের কার্যাবলী যা পরে বিক্রয় বা বন্টন করা হবে। যেখানে একটি ছোট বাড়ি-কেন্দ্রিক ব্যবসার পণ্যসমূহ গুদামজাতকরণের জন্য একটি বাড়তি কক্ষ, বাড়ির সর্বনিম্ন অংশ বা গ্যারেজ ব্যবহৃত হয়; সেখানে একটি বড় ব্যবসা একটি অট্টালিকার একটি অংশ কিনে নেয় বা ভাড়ায় নেয় যা বিশেষভাবে সংরক্ষণের কাজে ব্যবহারের জন্যই তৈরী করা হয়েছে।

Definition in English:

“The receiving, storing and shipping activities involved in the physical distribution of goods.”

Use of the term in Sentences:

  • You must think about the proper warehousing of your goods.
  • The company’s warehousing system is very poor.

 

Share it: