"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Very Large-Scale Integration (VLSI) in Bengali

Very Large-Scale Integration (VLSI) কাকে বলে?

Definition (1):

একটি পৃথক সিলিকন চিপের ওপর স্থাপনকৃত অত্যন্ত আঁটসাঁট ট্রানসিস্টরসমূহ এবং বর্তনীসমূহের ফলে সৃষ্ট সুপারচিপ সার্কিটরিকে Very Large-Scale Integration (VLSI) বা অতি বৃহদায়তন সমন্বয় বলা হয়। এটা কম্পিউটারের পঞ্চম প্রজন্মের সূচনাকে চিহ্নিত করেছে।

Definition (2):

অতি বৃহদায়তন সমন্বয় হলো একটি পৃথক চিপের ওপর দশ লক্ষের মতো ধাতব অক্সাইড অর্ধপরিবাহী ট্রানসিস্টরের সমন্বয়ে একটি সমন্বিত বর্তনী সৃষ্টির প্রক্রিয়া।

Definition in English:

“Superchip circuitry, resulting from extremely compact transistors and circuits assembled on a single silicon chip; marked start of fifth generation of computers.”

Use of the term in Sentences:

  • Very Large-Scale Integration (VLSI) has marked the start of computers’ fifth generation.
  • Very Large-Scale Integration (VLSI) is a system of producing an integrated circuit.
Share it: