"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Vertical Merger in Bengali

Definition (1):

যে Merger বা অন্তর্ভূক্তিতে একটি ব্যবসা প্রতিষ্ঠান এর সরবরাহকারীর সাথে সংযুক্ত হয় তাকে উলম্ব অন্তর্ভূক্তি বা Vertical Merger বলে।

Definition (2):

Vertical Merger বা উলম্ব অন্তর্ভূক্তি হলো এমন দুই বা ততোধিক কোম্পানির মধ্যে Merger বা অন্তর্ভূক্তি যারা একটি বিশেষ শিল্পের একই সরবরাহ চেইনের বিভিন্ন পর্যায়ে কাজ করে-ঐতিহ্যগতভাবে বললে একটি প্রস্তুতকারক এবং একটি সরবরাহকারী- যাতে করে এমন একটি মূল কোম্পানী তৈরী করা যায় যা উৎপাদন প্রক্রিয়ার একাধিক ধাপ নিয়ন্ত্রণ করতে পারবে।

Definition in English:

“A merger in which a firm joins with its supplier.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of “Vertical Merger” in Sentences:

  • Vertical merger is also called vertical integration.
  • Under a vertical merger, manufacturing business firms merge with the supplier business firms.
Share it: