"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Utilitarian Philosophy in Bengali

Definition (1):

Utilitarian Philosophy বা উপযোগবাদী দর্শন হলো কিছু সমষ্টিগত নৈতিক নীতি যা বৃহত্তম জনগোষ্ঠীর বৃহত্তম কল্যাণের ওপর আলোকপাত করে।

Definition (2):

এই দর্শন হলো একটি ধারণা যা ব্যক্ত করে যে, কোন কাজের নৈতিক মূল্য শুধুমাত্র নির্ভর করে সব মানুষের সুখ বা সমৃদ্ধি বৃদ্ধিতে এর সামগ্রিক উপযোগিতার অবদানের ওপর।

Definition (3):

উপযোগবাদী দর্শন ব্যক্ত করে যে, একটি ন্যায্য সমাজের আইন এবং সংগঠণসমূহ সমাজের সদস্যদের সর্বোচ্চ সামগ্রিক বা সাধারণ কল্যাণের উন্নতি সাধন করে।

Definition in English:

“A set of moral principles focusing on the greatest good for the largest number of people.” -Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Some people are highly skilled in utilitarian philosophy.
  • Utilitarian philosophy states that a society’s wealth should be allocated to meet everybody’s basic needs.

 

Share it: