Definition (1):
ব্যবস্থাপনার যে প্রধানের ভিত্তি এই ধারণা যে, একই কর্মকান্ডে লিপ্ত দলের সব সদস্যরা অবশ্যই একই লক্ষ্য ভাগ করে নেবে তাকে Unity of Direction বা নির্দেশনার ঐক্য বলা হয়।
Definition (2):
এই নীতিটি ব্যক্ত করে “এক মাথা এক পরিকল্পনা”। এর অর্থ এই যে, একই লক্ষ্য সম্পন্ন সব কর্মচারীরা অবশ্যই একটি সাধারণ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে নির্দেশিত হবে এবং সেজন্য অবশ্যই একটি মাথা এবং একটি পরিকল্পনা থাকবে। এই নীতিটি কাজের ঐক্য থাকাটাকে প্রয়োজনীয় করে তোলে।
Definition in English:
“Management principal based on the concept that all team members involved in the same activities must share the same objective.”
Use of the term in Sentences: