"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Specialty Product in Bengali

Definition (1):

যে পণ্যের এক বা একাধিক অনন্য বৈশিষ্ট্য থাকে যে ক্রেতাদের একটি গোষ্ঠী সেটা ক্রয় করার জন্য বেশ কিছুটা সময় এবং প্রচেষ্টা ব্যয় করে তাকে Specialty Product বা বিশিষ্টতা পণ্য বলা হয়।

Definition (2):

বিশিষ্টতা পণ্য হলো এমন একটি পণ্য যে বিশেষ কিছু ভোক্তারা সক্রিয়ভাবে পণ্যটিকে ক্রয় করতে চাইবে এর অনন্য বৈশিষ্ট্যসমূহের জন্য বা বিশেষ কোন ব্র্যান্ডের প্রতি বিশ্বস্ততার জন্য।

Definition (3):

বিশিষ্টতা পণ্যের বিশেষভাবে অনন্য কিছু বৈশিষ্ট্যসমূহ এবং ব্র্যান্ড সনাক্তকরণ থাকে যার জন্য বিশেষ একটি ক্রেতা গোষ্ঠী একটি বিশেষ ক্রয় প্রচেষ্টার জন্য ইচ্ছুক থাকে।

Definition in English:

“A product with one or more unique features that a group of buyers will spend considerable time and effort to purchase.”

Use of the term in Sentences:

  • The new company is concentrating on specialty products.
  • The company is adding new unique features to its specialty products.
Share it: