"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Sole Proprietor in Bengali

Sole Proprietor কাকে বলে?

Definition (1):

Sole Proprietor বা একক স্বত্ত্বাধিকারী হলেন একটি ব্যবসার একক মালিক; একজন স্বনির্ভর ব্যক্তি যেমন: একজন মুদির দোকানদার, পানির মিস্ত্রি, বা ট্যাক্সি চালক। তিনি প্রতিষ্ঠানের কার্যাবলী নিয়ন্ত্রণ করেন, এর ঝুঁকি ও ক্ষতি বহন করেন, এবং লাভ ও সুবিধাসমূহ ভোগ করেন। তাকে Sole-trader-ও বলা হয়ে থাকে।

Definition (2):

একজন ব্যক্তি যিনি একটি ব্যবসার একক মালিক, কর পরিশোধের পর সব লাভ ভোগ করার অধিকারী কিন্তু সব ক্ষতির জন্য দায়ী তাকে একক স্বত্ত্বাধিকারী বলা হয়।

Definition in English:

“Sole owner of a business; a self-employed person such as a grocer, plumber, or taxi driver. He or she directs the affairs of the enterprise, bears its risks and losses, and takes the profits and benefits. Also called sole trader.” 


Use of the term in Sentences:

  • You must bear all the risks and losses of the business as a sole proprietor.
  • Jim is the sole proprietor of his business.
Share it: