"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Social Responsibility in Bengali

Definition (1):

Social Responsibility বা সামাজিক কর্তব্য হলো একটি সচেতনতা যে সমাজের ওপর ব্যবসায়িক কার্যাবলীর একটা প্রভাব আছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কোন সিদ্ধান্ত গ্রহণের সময় সেই প্রভাবের কথা বিবেচনায় রাখা।

Definition (2):

Social Responsibility বা সামাজিক কর্তব্য হলো একটি প্রতিষ্ঠান যে সমাজে ব্যবসায়িক কার্যক্রম করে সেই সমাজের কল্যাণ এবং স্বার্থের প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকদের দায়বদ্ধতা।

Definition (3):

Social Responsibility বা সামাজিক কর্তব্য হলো একটি নীতিগত অবকাঠামো যা ব্যক্ত করে যে, একটি সত্তা হোক সে প্রতিষ্ঠান বা ব্যক্তি তার সমাজের বৃহত্তর কল্যাণে কাজ করার একটা দায়বদ্ধতা আছে ।

Definition in English:

“The awareness that business activities have an impact on society, and the consideration of that impact by firms in decision making.” - Steven J. Skinner & John M. Ivancevich

Use of “Social Responsibility” in Sentences:

  • A business should not only concentrate on profit motives but also on its social responsibilities.
  • A business’s social responsibility is to be aware of the fact that its production process should not pollute the environment.
Share it: