"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Retail Market in Bengali

Retail Market কাকে বলে?

Definition (1):

শেয়ারসমূহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ব্রোকারদের কাছে নয় বরং একক বিনিয়োগকারীদের কাছে বিক্রয় করার বাজারকে Retail Market বা খুচরা বাজার বলে।

Definition (2):

পণ্য বা সেবাসমূহ উৎপাদনকারী বা মধ্যস্থতাকারীদের কাছে নয় বরং ভোক্তাদের কাছে বিক্রয় করার বাজারকে খুচরা বাজার বলা হয়। যেমন: একটি খুচরা কাপড়ের দোকান সেসব মানুষের কাছে বিক্রয় করে যারা (বেশীর ভাগ ক্ষেত্রে) কাপড়গুলো পরবে।

Definition in English:

” The market for the sale of securities to individual investors rather than institutional investors or broker-dealers.”

Use of the term in Sentences:

  • Jim bought the shares from the retail market.
  • The company has distributed the product in the retail market
Share it: