"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Research in Bengali

Research কাকে বলে?

Definition (1):

Research বা গবেষণা হলো মানব, সংস্কৃতি ও সমাজের জ্ঞানসহ সব জ্ঞানের মজুদ বৃদ্ধির জন্য সৃজনশীল এবং নিয়মিত পদ্ধতিতে কাজ করা এবং নতুন প্রয়োগসমূহ উদ্ভাবন করার জন্য জ্ঞানের এই মজুদের ব্যবহার।

Definition (2):

বিশেষতঃ নতুন তথ্য আবিষ্কার বা একটি নতুন উপলব্ধিতে উপনীত হওয়ার উদ্দেশ্যে কোনো বিষয়ে একটি বিস্তারিত অধ্যয়নকে গবেষণা বলা হয়।

Definition in English:

Research is "creative and systematic work undertaken to increase the stock of knowledge, including knowledge of humans, culture and society, and the use of this stock of knowledge to devise new applications.”

Use of the term in Sentences:

  • The company has launched this new product after long research.
  • You have spent so much time and money on this research.
Share it: