"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Ratio Analysis in Bengali

Ratio Analysis কাকে বলে?

Definition (1):

আর্থিক বিবৃতির বিভিন্ন উপকরণের মধ্যে যৌক্তিক সম্পর্কসমূহের তুলনার মাধ্যমে আর্থিক তথ্যসমূহ বিশ্লেষণের একটি পদ্ধতিকে Ratio Analysis বা অনুপাত বিশ্লেষণ বলা হয়।

Definition (2):

অনুপাত বিশ্লেষণ হলো একটি কোম্পানির আর্থিক বিবৃতিসমূহের তথ্যসমূহ তুলনার মাধ্যমে কোম্পানিটির তারল্য, কর্মদক্ষতা, এবং লাভজনকতা সম্পর্কে ধারণা লাভের একটি পদ্ধতি।

Definition (3):

অনুপাত বিশ্লেষণ একটি সত্তার কিছু সংখ্যক বিষয় যেমন: এর তারল্য, কর্মদক্ষতা, এবং লাভজনকতা বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়।

Definition in English:

“Method of analyzing financial information by comparing logical relationships between various financial statement items.”

Use of the term in Sentences:

  • Ratio analysis is a topic of learning in finance.
  • You can have an idea about a company’s profitability, liquidity, and operational efficiency by ratio analysis.
Share it: