"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Qualitative research in Bengali

Qualitative research কাকে বলে?

Definition (1):

Qualitative research বা গুণগত গবেষণা হলো এক প্রকারের গবেষণা যার সাধারণ বৈশিষ্ট্য হলো অকাঠামোগত তথ্যসমূহ এবং অসংখ্যাসূচক তথ্য বিশ্লেষণের প্রকারগুলির উপর নির্ভরতা।

Definition (2):

গুণগত গবেষণাকে বাজার গবেষণা পদ্ধতি হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা সবিস্তার এবং কথোপকথন যোগাযোগের মাধ্যমে তথ্যসমূহ প্রাপ্তির ওপর আলোকপাত করে।

Definition in English: 

”Qualitative research is a range of kinds of research, the common feature of which is reliance on unstructured data and on forms of data analysis that are non-numerical.”

Use of the term in Sentences:

  • The company is doing qualitative research on the product.
  • Do you think that qualitative research will be fruitful in this regard?
Share it: