"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Price-Earnings Ratio in Bengali

Price-Earnings Ratio কাকে বলে?

Definition (1):

একটি শেয়ারের বর্তমান বাজার মূল্যকে বার্ষিক শেযার প্রতি আয় দ্বারা ভাগ করলে Price-Earnings Ratio বা মূল্য-আয় অনুপাত পাওয়া যায়।

Definition (2):

মূল্য-আয় অনুপাত হলো একটি কোম্পানির মূল্য নির্ধারণের একটি অনুপাত যা এর শেয়ারের বর্তমান মূল্য পরিমাপ করে এর শেয়ার প্রতি আয়ের তুলনায়।

Definition (3):

মূল্য-আয় অনুপাত একটি কোম্পানির শেয়ারের মূল্যের সাথে এর শেয়ার প্রতি আয়ের একটি অনুপাত। এই অনুপাতটি কোম্পানিসমূহের মূল্য নির্ধারণের জন্য এবং কোম্পানিটি অতিমূল্য নির্ধারিত বা তুচ্ছ বলে পরিগণিত কিনা তা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।

Definition in English:

“The current market price of a stock divided by the annual earnings per share.”

Use of the term in Sentences:

  • The company’s price-earnings ratio is negative because it is in losses.
  • You shouldn’t invest in this company’s shares because it has a negative price-earnings ratio
Share it: