"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Poverty in Bengali

Poverty কাকে বলে?

Definition (1):

Poverty বা দারিদ্র্য হলো কোনও ব্যক্তির প্রয়োজনের জন্য পর্যাপ্ত পরিমাণে সম্পত্তি বা আয় না থাকা। দারিদ্র্যের মধ্যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উপাদান অন্তর্ভুক্ত থাকতে পারে।

Definition (2):

দারিদ্র্য এমন একটি অবস্থা বা শর্ত যেখানে কোনও ব্যক্তির বা সম্প্রদায়ের ন্যূনতম জীবনযাত্রার জন্য আর্থিক সংস্থান এবং অপরিহার্য উপাদানসমূহের অভাব হয়। দারিদ্র্য অর্থ কর্মসংস্থান থেকে আয়ের স্তর এত কম যে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা যায় না।

Definition in English:

”Poverty is a state or condition in which a person or community lacks the financial resources and essentials for a minimum standard of living.”

Use of the term in Sentences:

  • The student was brilliant but couldn’t continue his studies because of poverty.
  • Poverty has stricken the family so severely that they are unable to afford better treatment.
Share it: