"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Planning in Bengali

Definition (1):

ব্যবস্থাপনার যে কাজ উদ্দেশ্যসমূহ প্রতিষ্ঠা করে এবং সেগুলো অর্জন করার জন্য পরিকল্পনা তৈরী করে তাকে Planning বা পরিকল্পনা বলে।

Definition (2):

ব্যবস্থাপনার মৌলিক কাজ যা বিদ্যমান সম্পদের সাহায্যে প্রয়োজন বা চাহিদার সর্বোৎকৃষ্ট ভারসাম্য অর্জনের জন্য এক বা একাধিক বিস্তারিত পরিকল্পনা করে তাকে প্ল্যানিং বলা হয়।

Definition (3):

প্ল্যানিং হলো কোনো কাজ সত্যিকার অর্থে শুরু করার আগে কাজটি কিভাবে করবেন তা বিস্তারিতভাবে সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া।

Definition in English:

“The management function of establishing objectives and developing plans to accomplish them.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • They are planning in detail before starting their new venture.
  • The main reason of failure of this project is lack of planning.

 

Share it: