"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Online Promotion in Bengali

Online Promotion কাকে বলে?

Definition (1):

Online Promotion বা অনলাইন প্রচার হলো একটি বাজারজাতকরণ কৌশল যার আওতায় পড়ে ওয়েবসাইট ট্র্যাফিক অর্জন এবং বাজারজাতকরণ বার্তা সঠিক গ্রাহকের কাছে প্রদানের জন্য একটি মাধ্যম হিসেবে ইন্টারনেটের ব্যবহার করা।

Definition (2):

বাজারজাতকরণ এবং বিজ্ঞাপনের একটি মাধ্যম যা প্রচারমূলক বাজারজাতকরণ বার্তাসমূহ ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য ইন্টারনেটকে ব্যবহার করে তাকে অনলাইন প্রচার বলা হয়।ভো

Definition (3):

যেকোন ধরনের বাজারজাতকরণ বক্তব্য যা ইন্টারনেটের সাহায্যে প্রদর্শিত হয় তাকে অনলাইন প্রচার বলে।

Definition in English:

Any kind of marketing message that is displayed using the internet is called online promotion.

Use of the term in Sentences:

  • Online promotion is relatively inexpensive compared to other forms of promotion.
  • The company is now engaged in the online promotion of their product.
Share it: