Definition (1):
কোনো কিছুকে অর্থে বা টাকায় রূপান্তরিত করার, বা কোনো কিছুকে টাকায় বা মুদ্রায় প্রকাশ করার প্রক্রিয়াকে Monetization বা মুদ্রায়ন বলা হয়। অথবা কোনো কিছু থেকে টাকা করার প্রক্রিয়াকে মনিটাইযেশন বলে।
Definition (2):
মনিটাইযেশন হলো কোনো সম্পদ, ব্যবসা প্রভৃতি থেকে আয় উপার্জনের প্রক্রিয়া। অথবা এটা কোনো সম্পদ, ঋণ প্রভৃতির নগদে বা এমন কোনো রূপে রূপান্তর বোঝায় যা সহজেই নগদে রূপান্তরযোগ্য।
Definition in English:
“the act of changing something into money, or expressing something as money or currency.” Or, “the act of making money from something.”
Use of the term in Sentences: