"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Low-key

Low-key কাকে বলে?

Low-key একটি বিশেষণ পদ যা দ্বারা এমন কিছুকে নির্দেশ করে যা সাদামাটা অর্থাৎ কোন প্রকার দৃষ্টি আকর্ষণ করে না। কিন্তু বর্তমানে এটি আবার একটু অন্যভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকারে ব্যবহৃত হয়ে থাকে।

Definition 1:

অক্সফোর্ড ডিকশনারী অনুযায়ী, Low-key হল একটি বিশেষণ পদ এবং এটা বলতে বুঝায় "খুব বেশি দৃষ্টি আকর্ষণের ইচ্ছা নাই" এমন।

Definition 2:

বর্তমানে চলিত অর্থে, Low-key কথাটি “কিছুটা বা কতকটা” হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এবং এক্ষেত্রে শব্দটি হয়ে যাচ্ছে বিশেষণের বিশেষণ অর্থাৎ Adverb.

English Definition:

কেমব্রীজ ডিকশনারী মতে, বিশেষণ পদ Low-key অর্থ “simple and not attracting attention.”

Use it in a Sentence:

  • The wedding will be a low-key affair, with fewer than thirty guests. (বিয়েটা সাদামাটাভাবে আয়োজন করা হবে যেখানে ত্রিশ জনের কম অতিথি থাকবেন।)
  • I am low-key jealous of David. (আমি ডেভিডকে একরকম হিংসা করি।)

 

Share it: