"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Loss Aversion in Bengali

Loss Aversion কাকে বলে?

Definition (1):

Loss Aversion বা ক্ষতি বিমুখতা হলো আচরণগত অর্থায়নে এমন একটি প্রবণতা যেখানে বিনিয়োগকারীরা ক্ষতির ব্যাপারে এতোটাই ভীত যে তারা লাভ অর্জনের চেয়ে ক্ষতি কিভাবে আরও বেশী করে এড়ানো যায় সেদিকেই মনোনিবেশ করেন। কারও যতো বেশি ক্ষতির অভিজ্ঞতা হয়, তার ততো বেশী ক্ষতি বিমুখতার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বৃদ্ধি পায়।

Definition (2):

জ্ঞানীয় মনোবিজ্ঞান এবং সিদ্ধান্ত তত্ত্বে ক্ষতি বিমুখতা বলতে সম মানের লাভ অর্জনের চেয়ে লোকসান এড়ানো পছন্দ করার প্রবণতাকে বোঝায়: যেমন 5 ডলার পাওয়ার চেয়ে 5 ডলার না হারানোই ভালো।

Definition in English:

”Loss aversion is a tendency in behavioral finance where investors are so fearful of losses that they focus on trying to avoid a loss more so than on making gains.”

Use of the term in Sentences:

  • If a person faces frequent losses, he becomes more interested in loss aversion.
  • Loss aversion encourages people more to avoid risks than to acquire equivalent gains.
Share it: