"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Limit Order in Bengali

Limit Order কাকে বলে?

Definition (1):

Limit Order বা সীমা আদেশ হলো একটি শেয়ার ক্রয়ের আদেশ কেবল যদি মূল্য একটি নির্দিষ্ট সীমায় বা তার নীচে থাকে।

Definition (2):

একটি সীমা আদেশ বলতে একটি শেয়ার একটি নির্দিষ্ট মূল্যে বা তার থেকে ভালো মূল্যে ক্রয় বা বিক্রয়ের এক ধরনের আদেশকে বোঝায়। ক্রয় সীমা আদেশের জন্য, আদেশটি নিষ্পন্ন হবে শুধু মাত্র সীমা মূল্যে বা আরও কম একটি মূল্যে। বিক্রয় সীমা আদেশের জন্য, আদেশটি নিষ্পন্ন হবে শুধু মাত্র সীমা মূল্যে বা আরও বেশী একটি মূল্যে।

Definition in English:

“An order to purchase stock only if the price is at or below a specified limit.”

Use of the term in Sentences:

  • In case of buy limit orders, orders are executed only at or below the specified limit.
  • In case of sell limit orders, orders are executed only at or above the specified limit.
Share it: