"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Lead Generation in Bengali

Lead Generation কাকে বলে?

Definition (1):

Lead Generation বা সম্ভাব্য গ্রাহক সৃষ্টি হলো অপরিচিত এবং সম্ভাব্য ব্যক্তিকে আকৃষ্ট করার এবং আপনার কোম্পানির পণ্য বা সেবাতে আগ্রহের ইঙ্গিতকারী ব্যক্তিতে রূপান্তর করার প্রক্রিয়া। সম্ভাব্য গ্রাহক সৃষ্টি করার কিছু উপায়ের উদাহরণ হলো চাকরীর আবেদনসমূহ, ব্লগ পোস্ট, কুপন, সরাসরি অনুষ্ঠান, এবং অনলাইন লিখিত উপকরণসমূহ।

Definition (2):

আপনার কোম্পানি এর পণ্য বা সেবার ব্যাপারে আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যে যেসব কার্যাবলী করে থাকে তাকে সম্ভাব্য গ্রাহক সৃষ্টি বলা হয়। এসব কার্যাবলীর মধ্যে থাকতে পারে কন্টেন্ট মার্কেটিং বা লিখিত উপকরণ বিপণন, বিজ্ঞাপণ, অংশীদারিত্ব, কুপন, প্রচার, প্রভৃতি।

Definition in English:

Lead generation is the process of attracting and converting strangers and prospects into someone who has indicated interest in your company's product or service.”

Use of the term in Sentences:

  • The company is following different techniques for lead generation.
  • Many techniques of lead generation are available such as job applications, advertising, content marketing, coupons and so on.
Share it: