"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Labor Resources in Bengali

Definition (1):

একটি জাতিতে বিদ্যমান মানব প্রতিভা, দক্ষতা এবং যোগ্যতাকে শ্রম সম্পদ বা Labor Resources বলা হয়।

Definition (2):

কোন দেশ বা জাতিতে বিদ্যমান মানব সম্পদকেই শ্রম সম্পদ বা Labor Resources বলা হয়।

 

মূল্যবান শ্রম সম্পদ লাভের জন্য মানুষকে বেশী দক্ষতা এবং মাঝারি দক্ষতার কাজের প্রশিক্ষণ দিতে হবে। যেমন: পদার্থবিজ্ঞানের কাজের জন্য ব্যপক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, কিন্তু একটি সার্ভিস স্টেশনে গ্যাস পাম্প চালানোর জন্য একটা ন্যূনতম প্রশিক্ষণের প্রয়োজন। এই মানব প্রতিভার সমষ্টিই একটি জাতির সবচেয়ে মূল্যবান জাতীয় সম্পদ। মানব সম্পদ ছাড়া প্রাকৃতিক বা মূলধন কোন সম্পদেরই উৎপাদনশীল ব্যবহার সম্ভব না।

Use of the term in Sentences:

  • Labor resources are the most valuable assets in any production process.
  • Proper training should be given to the labor resources to properly run the production process.

 

Share it: