"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Inventory Management in Bengali

Inventory Management কাকে বলে?

Definition (1):

গ্রাহকদের কাছে যেসব পণ্যের প্রয়োজন এবং চাহিদা রয়েছে সেসব পণ্যের মজুদ তৈরী এবং রক্ষনাবেক্ষণের প্রক্রিয়াকে Inventory Management বা দ্রব্যাদির মজুদ ব্যবস্থাপনা বলা হয়।

Definition (2):

দ্রব্যাদির মজুদ ব্যবস্থাপনা হলো কাঁচামাল এবং প্রস্তুত পণ্যসমূহের তৈরী, সংরক্ষণ এবং তা থেকে মুনাফা অর্জনের একটি নিয়মানুগ প্রক্রিয়া।

Definition (3):

মজুদ সম্পদ এবং উপকরণসমূহের রক্ষনাবেক্ষণকে দ্রব্যাদির মজুদ ব্যবস্থাপনা বলে।

Definition in English:

“The process of developing and maintaining stocks of products that customers need and want.”

Use of the term in Sentences:

  • You should take the necessary steps for better inventory management.
  • The company should improve its poor inventory management.

 

Share it: