Definition (1):
Profit and loss statement বা লাভ এবং ক্ষতির বিবৃতি বা the statement of revenue and expense বা রাজস্ব এবং ব্যয়ের বিবৃতি নামেও পরিচিত, income statement বা আয়ের বিবৃতি প্রাথমিকভাবে একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে কোম্পানির রাজস্ব এবং ব্যয়সমূহের ওপর আলোকপাত করে।
Definition (2):
আয় বিবৃতি হলো একটি কোম্পানির মূল আর্থিক বিবৃতিগুলো যা একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে তাদের লাভ এবং ক্ষতি প্রদর্শন করে সেগুলোর মধ্যে অন্যতম।
Definition in English:
“The Income Statement is one of a company’s core financial statements that shows their profit and loss over a period of time.”
Use of the term in Sentences: