"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Electricity in Bengali

Electricity কাকে বলে?

Definition (1):

Electricity বা বিদ্যুৎ হলো একধরণের শক্তি যা তারের দ্বারা চালিত হতে পারে এবং তাপ উৎপাদন করা ও আলো জ্বালানোর জন্য এবং বিদ্যুৎ-চালিত যন্ত্রগুলোর জন্য শক্তি সরবরাহ করতে ব্যবহৃত হয়।

Definition (2):

এক ধরনের শক্তি যা বিভিন্ন উপায়ে তৈরী করা যায় এবং যা আলো, তাপ, প্রভৃতি সৃষ্টি করে এবং যন্ত্রপাতিকে শক্তি সরবরাহের জন্য ব্যবহৃত হয় তাকে বিদ্যুৎ বলা হয়।

Definition in English:

“Electricity is a form of energy that can be carried by wires and is used for heating and lighting, and to provide power for machines.”

Use of the term in Sentences:

  • There is no electricity in that village now.
  • You can cook food in this cooker with the help of electricity.
Share it: