Definition (1):
Electric Charge বা বৈদ্যুতিক আধান হলো পদার্থের বৈশিষ্ট্য যেখানে এটির পরমাণুসমূহে প্রোটনের চেয়ে বেশী বা কম ইলেকট্রন থাকে। ইলেকট্রন একটি ঋণাত্মক চার্জ বহন করে এবং প্রোটন একটি ধনাত্মক চার্জ বহন করে।
Definition (2):
পদার্থের মৌলিক বৈশিষ্ট্য যা কিছু প্রাথমিক কণা দ্বারা বাহিত হয় তাকে বৈদ্যুতিক আধান বলা হয়। বৈদ্যুতিক আধান যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে পৃথক প্রাকৃতিক উপাদানসমূহে ঘটে এবং না তৈরী হয় বা ধ্বংস হয়।
Definition in English:
”An electric charge is the property of matter where it has more or fewer electrons than protons in its atoms.”
Use of the term in Sentences: