"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Division of Labor in Bengali

Definition (1):

প্রতিষ্ঠানের যে নীতি ব্যক্ত করে যে একটি কাজ আরও দক্ষতার সাথে সম্পন্ন করা যাবে যদি কর্মসম্পন্নকারীকে বিশেষত্ব অর্জন করার জন্য অনুমোদন দেয়া হয়, তাকে Division of Labor বা শ্রম বিভাগ বলা হয়।

Definition (2):

দক্ষতার উন্নয়নের জন্য একটি উৎপাদন প্রক্রিয়া বা কাজের বিভিন্ন অংশের দায়িত্ব বিভিন্ন ব্যক্তির ওপর অর্পণ করাকে শ্রম বিভাগ বলে।

Definition (3):

শ্রম বিভাগ বলতে বোঝায় যে উৎপাদনের প্রধান প্রক্রিয়া অনেকগুলো সাধারণ ভাগে বিভক্ত এবং প্রত্যেক ভাগের দায়িত্ব বিভিন্ন শ্রমিকের উপর অর্পিত যাদের সেই বিশেষ অংশের ওপর বিশেষত্ব আছে।

Definition in English:

“A principle of organization that a job can be performed more efficiently if the job holder is allowed to specialized.” - Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Division of labor allows the employees to specialize in their specific tasks.
  • Because of division of labor the employees of our company are specialized in their tasks.

 

Share it: