"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Diabetes mellitus in Bengali

Diabetes mellitus কাকে বলে?

Definition (1):

Diabetes mellitus, আরও সাধারণভাবে যাকে বলা হয় Diabetes বা ডায়াবেটিস- একটি দীর্ঘস্থায়ী রোগ যা রক্তে অস্বাভাবিক মাত্রার শর্করা বা গ্লুকোজের সাথে সম্পর্কিত। ডায়াবেটিস নিচের দুইটির যেকোন একটির কারণে হয়ে থাকে:

১) ইনসুলিনের (যা প্যাংক্রিয়াস বা অগ্নাশয় তৈরী করে এবং রক্তের শর্করা কমায়) অপর্যাপ্ত উৎপাদন, বা ২) ইনসুলিনের ক্রিয়ার প্রতি কোষসমূহের অপর্যাপ্ত সংবেদনশীলতা। দুইটি প্রধান ধরনের ডায়াবেটিস এই দুইটি কারণের সাথে সম্পর্কিত এবং একটিকে বলা হয় ইনসুলিন নির্ভরশীল (টাইপ-১) এবং অ-ইনসুলিন নির্ভরশীল (টাইপ-২) ডায়াবেটিস।

Definition in English:  

”Diabetes mellitus: More commonly referred to as "diabetes" -- a chronic disease associated with abnormally high levels of the sugar glucose in the blood.”

Use of the term in Sentences:

  • Diabetes mellitus has become a common disease nowadays.
  • Many people are even dying because of uncontrolled diabetes mellitus.
Share it: