"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Deregulation in Bengali

Definition (1):

প্রতিযোগিতার ওপর আইনি বাধা অপসারনের মাধ্যমে ব্যবসার নিয়ন্ত্রণের ওপর সরকারী হস্তক্ষেপ হ্রাস করার প্রক্রিয়াকে বিনিয়ন্ত্রণ বা Deregulation বলে।

Definition (2):

বিনিয়ন্ত্রণ হলো একটি নির্দিষ্ট শিল্পের ওপর থেকে সরকারী ক্ষমতা অপসারণ বা হ্রাস করা, সাধারণতঃ ঐ শিল্পে আরও প্রতিযোগিতা সৃষ্টির জন্য এটা কার্যকর করা হয়।

Definition (3):

মূলতঃ অর্থনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস করার বা অপসারণের প্রক্রিয়াকে বিনিয়ন্ত্রণ বলা হয়। এটা হচ্ছে অর্থনীতি থেকে সরকারী নিয়ন্ত্রণকে রদ করা।

Definition in English:

“The process of reducing government involvement in the regulation of business by eliminating legal restraints on competition.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Sometimes government applies deregulation for the growth of a certain industry.
  • Deregulation encourages healthy competition among competitors in a certain industry.

 

 

Share it: