"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Debt Ratio in Bengali

Debt Ratio কাকে বলে?

Definition (1):

একটি কোম্পানির এর দীর্ঘমেয়াদী ঋণসমূহের পরিশোধের ক্ষমতার পরিমাপককে Debt Ratio বা ঋণ অনুপাত বলা হয়।

Definition (2):

মোট ঋণ এবং মোট সম্পদের অনুপাতকে ঋণ অনুপাত বলে। একে দশমিক বা শতকরা হিসেবে প্রকাশ করা হয়।

Definition (3):

ঋণ অনুপাত হলো একটি ঋণ পরিশোধ করার ক্ষমতার অনুপাত যা একটি প্রতিষ্ঠানের মোট দায়সমূহকে এর মোট সম্পদসমূহের একটি শতকরা হিসেবে প্রকাশ করে।

Definition in English:

“Measure of a company’s ability to pay its long-term debts.”

Use of the term in Sentences:

  • If you want to find out the debt ratio of a company, you need to know the figure of its total liabilities and total assets.
  • The company’s debt ratio is too high.
Share it: