"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Crowdfunding in Bengali

Crowdfunding কাকে বলে?

Definition (1):

Crowdfunding হলো নতুন ব্যবসায় উদ্যোগে অর্থ সংস্থান করতে বিপুল সংখ্যক ব্যক্তির কাছ থেকে স্বল্প পরিমাণে মূলধন ব্যবহার।

Definition (2):

সাধারণত ইন্টারনেটের মাধ্যমে প্রচুর সংখ্যক লোকের কাছ থেকে অল্প পরিমাণে অর্থ সংগ্রহ করে কোনও প্রকল্প বা উদ্যোগের অর্থায়নের অনুশীলন বা ব্যবস্থাকে ক্রাউডফান্ডিং বলা হয়। যদিও মেইল-অর্ডার সাবস্ক্রিপশন,কল্যাণমূলক অনুষ্ঠান এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমেও ক্রাউডফান্ডিং কার্যকর করা যেতে পারে তবে এই শব্দটি ইন্টারনেট-মধ্যস্থতাকারী রেজিস্ট্রিগুলিকেই বোঝায়।

Definition in English:

“Crowdfunding is the practice of fundingproject or venture by raising small amounts of money from a large number of people, typically via the Internet.”

Use of the term in Sentences:

  • Nowadays, many businesses are using crowdfunding to fund their projects.
  • Jim is not interested in using crowdfunding for funding his business project.
Share it: