"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Conduction in Bengali

Conduction কাকে বলে?

Definition (1):

যে প্রক্রিয়ায় তাপ বা বিদ্যুৎ একটি বস্তুর মধ্যে দিয়ে যায় তাকে Conduction বা সঞ্চালন বলা হয়।

Definition (2):

সঞ্চালন বলতে একে অপরের সংস্পর্শে থাকা কণাগুলির চলাফেরার মাধ্যমে শক্তি স্থানান্তরকে বোঝায়। পদার্থবিজ্ঞানে, সঞ্চালন শব্দটি তিনটি ভিন্ন ধরনের আচরণকে বর্ণনা করতে ব্যবহৃত হয়, ‍যেগুলো কোন ধরনের শক্তি প্রবাহিত হচ্ছে তা দ্বারা সংজ্ঞায়িত হয়। যেমন: তাপ সঞ্চালন, বিদ্যুৎ সঞ্চালন, এবং শব্দ সঞ্চালন।

Definition in English:

Conduction refers to the transfer of energy through the movement of particles that are in contact with each other.”

Use of the term in Sentences:

  • Thermal conduction describes the transfer of energy from a warmer object to a colder one.
  • Passing electricity through the electric lines in our houses and offices is an example of electrical conduction.
Share it: