Definition (1):
কথা বলা, লেখার মাধ্যমে বা অন্য কোনও মাধ্যম ব্যবহার করে তথ্য সরবরাহ বা বিনিময় করাকে Communication বা যোগাযোগ বলা হয়। সফল ধারণা পৌঁছে দেওয়া বা ধারণা এবং অনুভূতি ভাগ করে নেওয়াকেও যোগাযোগ বলে।
Definition (2):
যোগাযোগ (ল্যাটিন কমিউনিকেয়ার থেকে এসেছে, অর্থ "ভাগ করে নেওয়া") হলো পারস্পরিকভাবে বোঝা চিহ্ন, সংকেত, এবং সংকেততত্ত্ব বিধি ব্যবহারের মাধ্যমে একটি সত্তা বা গোষ্ঠী থেকে অন্য সত্তা বা গোষ্ঠীকে অর্থ বোঝানোর কাজ।
Definition in English:
”The imparting or exchanging of information by speaking, writing, or using some other medium. …The successful conveying or sharing of ideas and feelings.”
Use of the term in Sentences: