"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Business-to-Consumer (B2C) in Bengali

Business-to-Consumer (B2C) কাকে বলে?

Definition (1):

Business-to-Consumer (B2C) বা ব্যবসা-থেকে-ভোক্তা হলো পণ্য এবং সেবাসমূহের সেই বিক্রয় প্রক্রিয়া যা সরাসরি ভোক্তাদের মাঝে অর্থৎ যারা পণ্য ও সেবাসমূহের চূড়ান্ত ব্যবহারকারী, তাদের মধ্যে সম্পন্ন হয়। বেশীর ভাগ কোম্পানি যেগুলো সরাসরি ভোক্তাদের কাছে বিক্রয় করে সেগুলোকে B2C কোম্পানি বলা হয়।

Definition (2):

ব্যবসা-থেকে-ভোক্তা বলতে একটি ব্যবসা এবং একজন ভোক্তার মধ্যেকার বাণিজ্যকে বোঝায়। এটা যেকোনো সরাসরি থেকে ভোক্তা বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হলেও এখন অনলাইন বিক্রয়ের সাথে বেশী সম্পর্কিত যা ই-বাণিজ্য বা ই-খুচরা বিক্রয় নামেও পরিচিত।

Definition in English:

“Business-to-consumer – “B2C” – refers to commerce between a business and an individual consumer.”

Use of the term in Sentences:

  • Business-to-Consumer (B2C) became excessively popular during the late 1990s.
  • Recently the growth in business-to-consumer (B2C) or online sales has posed a challenge for traditional businesses and services.
Share it: