"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Allocation in Bengali

Definition:

একটি সমাজের প্রয়োজন এবং চাহিদা মেটাতে কিভাবে সম্পদ ব্যবহৃত হবে তা বাছাই করা এবং উৎপাদিত পণ্য ভোক্তাদের মধ্যে বিতরণের প্রক্রিয়াকে বন্টন বা Allocation বলে।

আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে সব সম্পদের পরিমাণই সীমিত। এই সীমিত সম্পদ কিভাবে ব্যবহৃত হবে তা নির্ধারণের জন্য আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধন্ত নিতে আমাদের তিনটি মৌলিক অর্থনৈতিক প্রশ্নের উত্তর দিতে হবে:

  • কি দ্রব্য এবং সেবা উৎপন্ন হবে এবং কি পরিমাণে? কি শিল্প দ্রব্য এং কি ভোগ্য পণ্য উৎপন্ন হবে? এ্যাপার্টমেন্ট না নতুন বাড়ী? রেলগাড়ী না বড় ট্রাক?
  • কিভাবে এবং কার দ্বারা দ্রব্য এবং সেবাগুলো উৎপন্ন হবে? যেমন: শক্তি কি কয়লা, প্রাকৃতিক গ্যাস না সৌরশক্তি থেকে উৎপাদন করা হবে?
  • কে দ্রব্য এবং সেবাগুলো ব্যবহার করবে? যখন দ্রব্য এবং সেবাগুলো ভাগ করা হবে, তখন কে সেগুলো ব্যবহার করে উপকৃত হবে? ধনী না গরীব? পরিবার না ব্যক্তি? বৃদ্ধ না তরুণ?

একবার এই প্রশ্নগুলোর উত্তর দেয়া হয়ে গেলে আমরা বাছাই করতে পারবো যে, কিভাবে আমাদের সম্পদ ব্যবহৃত হবে এবং কিভাবে তা ভোক্তাদের প্রয়োজন এবং চাহিদা পূরণ করে বন্টন করা যাবে।

Use of the term in Sentences:

  • We need proper allocation of fund to complete this project on time.
  • The business requires proper allocation of resources to be successful.
Share it: