"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of a Line in Bengali

Line কাকে বলে?

Definition (1):

একটি জ্যামিতিক বস্তু যা সোজা বা সরল, অসীমভাবে লম্বা এবং অসীমভাবে চিকন বা সরু তাকে Line বা রেখা বলা হয়।

Definition (2):

সাধারণ ভাষায়, রেখা একটি কলম, পেন্সিল, প্রভৃতি দিয়ে টানা একটি লম্বা, সরু দাগ। জ্যামিতিতে, একটি রেখা: (১) সোজা বা সরল (কোনো বক্রতা নেই), (২) কোনো পুরুত্ব নেই, এবং (৩) দুই দিকে সীমাহীনভাবে প্রসারিত হয় (অসীমভাবে)।

Definition (3):

মানুষ বা যানবাহন বা জিসিপত্রের একটি লাইন বা সারি বলতে এগুলোর কিছু সংখ্যক একটির পেছনে আরেকটি বা পাশাপাশি আয়োজিত অবস্থায় বোঝায়। এক খন্ড লেখার একটি লাইন বলতে এর শব্দসমূহ, সংখ্যাসমূহ, বা অন্য চিহ্নসমূহের সারিগুলোর একটিকে বোঝায়।

Definition in English:

“A geometrical object that is straight, infinitely long and infinitely thin.”

Use of the term in Sentences:

  • The professor asked the students to draw a line.
  • I saw a long line at the counter of the mall.
Share it: