"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Warehouse Showroom in Bengali

Warehouse Showroom কাকে বলে?

Definition (1):

একটি খুচরা বিক্রয়কেন্দ্র যা পণ্যসমূহের বিস্তারিত বিশাল তালিকা বহন করে এবং সেই পণ্যসমূহ বিপুল পরিমাণে সেখানে পাওয়াও যায় কিন্তু সীমিত সেবা প্রদান করা হয় তাকে Warehouse Showroom বা পণ্যাগার প্রদর্শনী গৃহ বলা হয়।

Definition (2):

একটি সুপার স্টোর যা পণ্যসমূহের যেমন: মুদীসামগ্রী, যন্ত্রপাতি, গৃহসজ্জার উপকরণ, ওষুধ দ্রব্য, প্রসাধন সামগ্রী, প্রভৃতির সার্বজনীন খুচরা বিক্রয় করে খুব কম মূল্যে এবং কোন গ্রাহকসেবা প্রদান করে না বা সীমিত পরিমাণে করে তাকে পণ্যাগার প্রদর্শনী গৃহ বলে।

Definition in English:

“Retail store carrying a large inventory that deals in volume and provides limited service.”

Use of the term in Sentences:

  • We bought the products from a warehouse showroom.
  • Alex runs a warehouse showroom
Share it: