"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Unity of Command in Bengali

Definition (1):

প্রতিষ্ঠানের যে নীতি অনুসারে কোন কর্মচারীকে একজনের বেশী উর্ধ্বতন কর্মকর্তার কাছে কর্মবিবরণী পেশ করতে হবে না তাকে Unity of Command বা আদেশের ঐক্য বলে।

Definition (2):

যে নীতি অনুসারে একটি প্রতিষ্ঠানের কোন অধীনস্থ কর্মচারীকে একজনের বেশী উর্ধ্বতন কর্মকর্তার কাছে কর্মবিবরণী পেশ করতে হবে না তাকে আদেশের ঐক্য বলা হয়।

Definition (3):

আদেশের ঐক্য বলতে বোঝায় যে সব শক্তি পরিচালিত হয় একজন প্রয়োজনীয় কর্তৃত্বের অধিকারী একক আদেশকারীর অধীনে সেই শক্তিগুলোকে একটি সাধারণ উদ্দেশ্য অর্জনের কাজে নিয়োজিত করার জন্য।

Definition in English:

“The principle of organization that no employee should report to more than one superior.” - Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Unity of command should be followed in an organization to remove confusions from employees that to whom they should report.
  • You should follow the unity of command specified in your organization.

 

 

Share it: