"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Social Need in Bengali

Definition (1):

অন্য মানুষদের অন্তর্ভূক্ত হওয়ার এবং তাদের সাথে যোগাযোগ করার প্রয়োজনকে বলা হয় Social Need বা সামাজিক প্রয়োজন।

Definition (2):

সামাজিক প্রয়োজনের অন্তর্ভূক্ত হলো গ্রহণযোগ্যতা, গুণের যথাযথ মূল্যায়ন, অধিকারভূক্ত হওয়া এবং সাহচর্য্য।

Definition (3):

মনস্তত্ত্বিক আব্রাহাম মাসলোর Needs Hierarchy বা প্রয়োজনের অনুক্রমের তৃতীয় স্তর হলো সামাজিক প্রয়োজন। এর অন্তর্ভূক্ত হলো ভালোবাসা, গ্রহণযোগ্যতা এবং অধিকারভূক্ত হওয়া।

Definition in English:

“The need to belong and to interact with other people.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Our social needs include belonging, acceptance and love.
  • We have to fulfill our social needs to become emotionally sound.

 

Share it: